Home First Lead ১৭২ বছরের অপেক্ষা ভেঙে আকাশে দেখা যাবে ‘রিং অফ ফায়ার’

১৭২ বছরের অপেক্ষা ভেঙে আকাশে দেখা যাবে ‘রিং অফ ফায়ার’

 

সূর্যগ্রহণ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আজ সূর্যের বলয় গ্রহণ। আর তা নিয়ে প্রবল জল্পনা চলছে সাধারণ মানুষদের মধ্যে। এই সূর্যগ্রহণে চাঁদের ছায়া ঢেকে দেবে সূর্যকে। মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবেন সবাই। বছরের শেষ সুখবর। এক ঐতিহাসিক সূর্যগ্রহণ দেখতে পাবে দেশের মানুষ আজ।  আর কিছুক্ষণ পর এই অসামান্য মহাকাশীয় ঘটনাটি দৃশ্যমান হবে। শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে।

এ গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’। মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। ভারত ছাড়াও সৌদি আরব, সুমাত্রা এবং বোর্নিও থেকেও দেখা যাবে এই সূর্যগ্রহণ। যখন চাঁদ তার কেন্দ্র থেকে সূর্যকে আচ্ছাদিত করে তখন চাঁদের ঢেকে দেওয়া অংশটুকু বাদে সূর্যের বাকিটা দৃশ্যমানই থাকে।

দেখে যেন মনে হয় একটা সোনালি রঙের আংটি। এই ধরণের সূর্যগ্রহণকেই বলয়াকার সূর্যগ্রহণ বলে। সুতরাং, এই বছর, চাঁদ সূর্যকে মাঝখান থেকে ঢেকে ফেলবে, এবং সূর্যের প্রান্তকে ‘আগুনের আংটি’ বা ‘আগুনের বলয়’ হিসাবেই দেখা যাবে।

কেবল বাংলাদেশে নয়, ভারতসহ আরও কয়েকটি দেশে দেখা যাবে এই সূর্যগ্রহণ। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ১৭২ বছর পর নাকি এমন মহাজাগতিক ঘটনা দেখা যাবে। আর তা দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশের মানুষ।  আবহাওয়া দফতর জানাচ্ছে, সাড়ে ৮ টা নাগাদ বাংলাদেশে দেখা যাবে গ্রহণ।

সূর্যগ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে। এজন্য বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। সূর্যকে বড়জোড় ৩ মিনিট ৪০ সেকেন্ড এই অবস্থায় দেখা যাবে। খবরে বলা হয়েছে, চাঁদ সূর্যকে অতিক্রম করার সময় যখন ৯৭ শতাংশ ঢেকে ফেলবে, তখনই সূর্যকে রক্তিম আংটির মতো দেখা যাবে। আবহাওয়া অধিদফতর বলছে, আকাশ পরিষ্কার থাকলে সকালে থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাবে। সকাল ৮টা ৩০ মিনিটে এটি শুরু হবে। তবে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৯টা ৩৬ মিনিটে। এই সময় চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলবে।এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে,আজ সকাল আটটা থেকে জাদুঘরের ছাদে দুটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ বাদেও মধ্যপ্রাচ্য, ভারত, শ্রীলংকা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সূর্যকে ‘রিং অব ফায়ার’ অবস্থায় দেখা যাবে।

চাঁদ যখন প্রদক্ষিণ করে সেই সময় কিছু সময়ের জন্য পৃথিবীও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনও দর্শকের কাছে সূর্য কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবশ্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে শূন্য থেকে দুটি পূর্ণ সূর্যগ্রহণ হয়।