প্রায় প্রতিদিনই পুঁজিবাজারে সূচকের পতন, পাশাপাশি লেনদেনে ধস। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সামগ্রিক অর্থনীতির ধীরগতির প্রভাব পড়ছে পুঁজিবাজারের ওপর। সুশাসনের অভাব আর দুর্বল প্রতিষ্ঠানের কারসাজিতে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পুঁজিবাজারের মন্দা কাটাতে সরকারের নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
বেশ কয়েক মাস ধরেই মন্দা অবস্থায় দেশের পুঁজিবাজার। গেল তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে এসেছে প্রধান সূচক। ৫ হাজার ৪৯৬ পয়েন্ট নিয়ে বছর শুরু করলেও কয়েক দফা পতনের পর ৪ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে সূচক।
এদিকে বিক্রির চাপ বেশ থাকায় কমে গেছে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দর। চলতি বছরের প্রথম দিনে ৬৯৬ কোটি টাকা লেনদেন হলেও তা কমে দাঁড়িয়েছে ২৩৯ কোটি টাকায়।
বাজারের এই মন্দার কারণ হিসেবে দুর্বল প্রতিষ্ঠানগুলোর কারসাজিকে দায়ী করছেন বিশ্লেষকরা। এতে বাজারে দেখা দিয়েছে তারল্য সঙ্কট। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, দেশের সার্বিক অর্থনীতির অবস্থা নাজুক। যার নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। এতে এ খাতে বিদেশি বিনিয়োগও কমছে।
বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারকে চাঙ্গা করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কার্যকরী ভূমিকা চান তারা।