Home অন্যান্য দেখুন কলকাতায় কেমন দেখা গেল সূর্যগ্রহণ

দেখুন কলকাতায় কেমন দেখা গেল সূর্যগ্রহণ

কলকাতা: আশঙ্কার মেঘ উড়িয়ে কলকাতায় দেখা গেল সূর্যগ্রহণ। অনেকেই আশঙ্কা করছিলেন মেঘের জেরে শেষমেশ হয়তো দেখা হবে না এই গ্রহণ। হয়তো সঙ্গী হওয়া হতোও না এই গ্রহণের। কিন্তু কপাল ভালো অল্প হলেও দেখা গেল সূর্যগ্রহণ।

আগে বলা হয়েছিল ৮ টা ২৭ মিনিট থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। প্রথমে মেঘের কারণে দেখা না গেলেও ৮ টা ৪৫ নাগাদ দেখা যায় সূর্যের এই গ্রহণ।

কলকাতা ছাড়াও দার্জিলিং ও কোচবিহার থেকেও দেখা গেছে এই গ্রহণ। সকাল সকালই খবর আসে পশ্চিম মেদিনীপুর থেকেও দেখা গিয়েছে এই গ্রহণ।

তবে এছাড়া অন্য জেলাগুলিতে ততটা সময়ের জন্য দেখা যায়নি এই গ্রহণ। কলকাতায় একপ্রকার স্পষ্টই দেখা যাচ্ছে আংশিক সূর্যগ্রহণ।

কলকাতার পাশাপাশি গ্রহণ দেখা গিয়েছে আমেদাবাদ, মুম্বইতেও। ভারতের দক্ষিণ থেকেই বেশি ভালোভাবে দেখা গেছে এই দৃশ্য।