Home আন্তর্জাতিক মিয়ানমারে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

মিয়ানমারে সামরিক জান্তা সরকারবিরোধী বিক্ষোভে ফের গুলি চালিয়েছে পুলিশ। এতে দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২মার্চ ) রাতে আটক নেতাদের মুক্তির দাবিতে ইয়াঙ্গুনের থারকোটা থানার সামনে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, থারকোটা থানার বাইরে জড়ো হওয়া জনতার উপর পুলিশ গুলি চালিয়ে।

থাকেতা পৌরসভায় শনিবার (১৩মার্চ ) ভোর হওয়ার আগেই পুলিশের অভিযানে দু’জন নিহত হয়েছে। অপরদিকে হ্লেইং পৌরসভায় একজনের মাথায় গুলি লাগে। গুলিতে আহত হওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছে।

শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন আটক হয়েছেন বা তাদের মারধর করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে আটকেপড়া মিয়ানমারের নাগরিকদের সাময়িকভাবে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ১৮ মাস বসবাসের অনুমতি দেয়া হবে তাদের। অভ্যুথানের কারণে তৈরি অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটিতে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।