Home First Lead মাস্ক না পরলে আবারও জরিমানা

মাস্ক না পরলে আবারও জরিমানা

*সংক্রমণের হার দুই শতাংশ থেকে বর্তমানে ৮ শতাংশ
*মানুষের অসচেতনতায় বেড়েছে সংক্রমণ: সিভিল সার্জন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দুটোই বেড়ে চলেছে।

গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৫৪৫। নতুন করে শনাক্ত ১ হাজার ১৫৯ জন। শনাক্তের সংখ্যা পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫।

সামাজিক অনুষ্ঠানে ব্যাপক লোকসমাগম ও বিনোদন স্পটে ভিড় বাড়ছে। মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছে সবখানে। বিষয়গুলো নজরে রেখে সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দিয়েছে সরকার।

শনিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনা সংক্রমণ গেল কয়েক মাসের তুলনায় বেড়েছে। একই সাথে মৃত্যুও বাড়ছে। সংক্রমণ রোধে সবার মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। সবার স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য অনুরোধ করা হলো।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বীর সাথে যোগাযোগ করা হলে জানান, মানুষের অসচেতনতায় আবারও বেড়েছে করোনা সংক্রমণ। এক মাস আগে দেড় থেকে দুই শতাংশের কাছাকাছি থাকলেও সংক্রমণের হার বর্তমানে ৮ শতাংশ। গেল ১২ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১৩’শ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, টানা দুই সপ্তাহ যদি সংক্রমণ ৫ শতাংশের নিচে থাকে, তখন বোঝায় যে কমিউনিটি ট্রান্সমিশন আর নেই। তখন হয়ে যায় গুচ্ছভিত্তিক সংক্রমণ বা ক্লাস্টার ট্রান্সমিশন। কিন্তু, যদি আবার সংক্রমণের হার বেড়ে ৫ শতাংশের বেশি হয়ে যায়, তখন আবার কমিউনিটি ট্রান্সমিশনে চলে যাবে। যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে আবারও কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে বলা যেতে পারে।