বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পিআরএল যাওয়া আবু ফরাহ মো. নাছের ।
রবিবার (১৪ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে ডিজি পদে নিয়োগ দেয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
ফরাহ নাছের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তার আগে বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়া ১০ জনের বেশি নির্বাহী পরিচালক এখনো চাকরিতে বহাল আছেন। তবে ফরাহ নাছের বেশি বয়সে বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়ার কারণে তার চাকরির মেয়াদ পূর্ণ হয়েছে।
করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে রাখেন ফরাহ নাছের অগ্রণী ভূমিকা রাখবেন এই আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।