Home আন্তর্জাতিক নৌপথে ভারতে খাদ্যপণ্য রপ্তানি শুরু

নৌপথে ভারতে খাদ্যপণ্য রপ্তানি শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঘোড়াশাল: ভারতে পণ্য রপ্তানির মধ্যদিয়ে উন্মোচন হলো নতুন দ্বার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রথমবারের মতো নৌপথে খাদ্য পণ্য রপ্তানি শুরু হয়েছে। নৌ প্রটোকল চুক্তির আওতায় নরসিংদী থেকে ভারতের কলকাতায় পণ্য যেতে সময় লাগবে তিন দিন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এই রপ্তানি যাত্রার উদ্বোধন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এতে ভার্চুয়ালি অংশ নেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এসময় নতুন দ্বার উন্মোচনের কথা জানান তারা।

এতোদিন বাংলাদেশের পতাকাবাহী খালি জাহাজ ভারতে যেত সিমেন্ট কাঁচামাল ফ্লাইঅ্যাশ আনতে। এবার একই জাহাজ ভারত যাচ্ছে বাংলাদেশের খাদ্য পণ্য নিয়ে নৌপথে খাদ্যপণ্য রপ্তানির নতুন দ্বার উন্মোচন হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে।

মঙ্গলবার ঘোড়াশালের প্রাণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কের জেটি থেকে প্রথম চালান গেলো কোমল পানীয় ভর্তি এমন ২৫ লাখ কার্টন।

প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, শুধু কলকাতা নয়, ভারতের অন্যান্য রাজ্যেও নৌপথে ভবিষ্যতে পণ্য রপ্তানি করা হবে।

৭১০ কিলোমিটার এই পথ পাড়ি দিতে সময় লাগবে ৩ দিন। সংশ্লিষ্টরা জানান, সড়ক পথে এই খাদ্য পণ্য রপ্তানি করতে হলে ট্রাক লাগবে কমপক্ষে ৪০টি।