Home Third Lead কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু আর নেই

কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু আর নেই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু মারা গেছেন।( ইন্না লিল্লাহি ………রাজিউন) । বয়স হয়েছিল প্রায় ৭১ বছর।  তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজধানীর একটি হাসপাতালে বৃহস্পতিবার ( ১৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিক নানা সমস্যায় সেখানে চিকিৎসার জন্য  ভর্তি করানো হয়েছিল।

তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাদ এশা প্যারেড কর্নারে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দাফন করা হবে মিসকিন শাহ ( রা.) দরগাহ সংলগ্ন কবরস্থানে।

১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত সাতটি নির্বাচনে অংশ নিয়েছেন নির্লোভ ও সাদামাটা জীবনযাপন করা সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। কোনোবারই তাকে কেউ হারাতে পারেনি।

 ১৯৮৮ সালে জাতীয় পার্টির শাসনামলে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করায় সেই নির্বাচনে কেবল অংশ নেননি তিনি। কিন্তু পরবর্তী সবক’টি নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে অংশ নিয়ে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

গত ফেব্রুয়ারির নির্বাচনে কাউন্সিলর পদে ভোটের মাঠে থাকা চার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। তিনি পান দুই হাজার ৭৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন পেয়েছিলেন মাত্র ৭৪৭ ভোট।