Home আন্তর্জাতিক সমলিঙ্গে বিয়ে অসাংবিধানিক নয়: জাপানের আদালত

সমলিঙ্গে বিয়ে অসাংবিধানিক নয়: জাপানের আদালত

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে নিয়মশৃঙ্খলা আর রক্ষণশীলতা খুবই কড়া। নিয়মের বাইরে গিয়ে কোনও পদক্ষেপ নেওয়া মানে তা সত্যিই বিরল। আর সেই বিরল দৃষ্টান্তই তৈরি করেছে জাপানের আদালত। সমকামী বিয়ে বা সমলিঙ্গে সম্পর্ককে এতদিন অসাংবিধানিক তকমা দেওয়া হয়েছিল জাপানে। বিশ্বের অন্যান্য দেশ সমলিঙ্গে বিয়েকে স্বীকৃতি দিলেও তা মানতে নারাজ ছিল জাপান। এবার সেই রক্ষণশীলতার প্রাচীর ভেঙে ঐতিহাসিক রায় দিল জাপানের স্যাপোরো জেলা আদালত।

সমলিঙ্গে বিয়ে কখনওই অসাংবিধানিক বা নিয়মবহির্ভূত নয়, সাফ জানিয়ে দিল জাপানের জেলা আদালত। বরং সমকামী সম্পর্ক নিয়ে বিরূপ মনোভাব রাখাই অসাংবিধানিক। জাপানের মতো রক্ষণশীল দেশে এমন রায় নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

জি৭ দেশগুলির মধ্যে জাপানই সমকামী সম্পর্ককে অবৈধ ও অসাংবিধানিক বলে মেনে এসেছে এতদিন। আইনি বাধা যেমন ছিল, তেমনি সামাজিক বাধাও প্রবল ছিল। সমকামী সম্পর্কে জড়ালে সমাজ, পেশা সবদিক থেকে অধিকার হারানোর ভয় ছিল এতদিন। এমনকি আইনে এও বলা ছিল, সমকামী দম্পতিরা তাঁদের সঙ্গীর সম্পত্তির অধিকারীও হতে পারবে না। যদি একজনের সন্তান থাকে, তাহলে তার অভিভাবকত্বের অধিকার থেকেও বঞ্চিত হবে অন্যজন। এই আইনি বাধার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন এক সমকামী দম্পতি। সেই মামলার শুনানিতেই এমন ঐতিহাসিক রায় দিয়ে স্যাপোরো আদালত।

-বিজনেসটুডে২৪ ডেস্ক