Home First Lead চট্টগ্রামে টিসিবির পণ্যে ঘাটতি

চট্টগ্রামে টিসিবির পণ্যে ঘাটতি

শনিবার থেকে পেঁয়াজ, ১ এপ্রিল থেকে ছোলা বিক্রি

নাজমুল হোসেন

চট্টগ্রাম: পবিত্র রমজান মাসকে সামনে রেখে ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নতুনভাবে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। এতে ক্রেতাদের মাঝেও ব্যাপক সাড়া মিলছে।

ক্রেতারা বলছেন, দামের দিক থেকে টিসিবির পণ্য সাধ্যের মধ্যে হলেও সরবরাহ কম। শুধু মাত্র চিনি, তেল ও ডাল ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না ট্রাকগুলোতে।

বৃহস্পতিবার (১৮মার্চ ) নগরীর বিভিন্ন স্থানের পণ্য বিক্রির ট্রাকে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। জামালখানে খাস্তগির স্কুলের সামনে টিসিবির পণ্য বিক্রি দেখে দাঁড়ান ব্যাংকার সবুজ। তিনি বলেন, রমজান এলেই বাজারে পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। চাহিদার বিপরীতে পণ্য কিনতে হিমশিম খেতে হয়। একমাত্র ভরশা টিসিবির পণ্যই। কিন্তু এখানে ছোলা ও পেঁয়াজ নেই। চাহিদামত পাওয়া যাচ্ছেনা ভোজ্যতেলও।

টিসিবি বলছে, গুদামে পেঁয়াজ শেষ হওয়ায় পেঁয়াজ বিক্রি হচ্ছে না। ছোলা আসছে ১ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে।

টিসিবির পণ্যগুলো হচ্ছে- সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল (তুরস্ক-কানাডা)। এর মধ্যে বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ৯০ টাকা, চিনি  প্রতিকেজি ৫০ টাকা, মসুর ডাল (তুরস্ক-কানাডা) প্রতিকেজি ৫৫ টাকা। একজন ক্রেতা ৫ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল এবং ৩ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবি চট্টগ্রামের অফিস প্রধান জামাল উদ্দিন আহমদ বিজনেসটুডে২৪ কে বলেন, ন্যায্য মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নতুনভাবে শুরু হয়েছে। প্রতিটি ট্রাকে ৫শ’ কেজি চিনি, ৫শ’ কেজি ডাল ও ৫শ’ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ বিক্রয় কার্যক্রম চললেও ট্রাকে যতক্ষণ পণ্য থাকবে ততক্ষণ বিক্রি কার্যক্রম চলবে।

ট্রাক সেল কার্যক্রমে পেঁয়াজ ও ছোলা না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পেঁয়াজের স্টক শেষ। তবে শনিবার থেকে পেঁয়াজ বিক্রি শুরু হবে। ছোলা গুদামজাত করা হচ্ছে । আশাকরি ১ এপ্রিল থেকে ক্রেতারা ছোলা কিনতে পারবেন। এবার অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত ভালো মানের ছোলা আনা হয়েছে।’