বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বৃহস্পতিবার ( ১৮ মার্চ ) ঘোষণা করা হলো বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনে চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন প্যানেল। নামও ‘শাহেদ সরওয়ার প্যানেল।’
সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন প্যানেল ‘সম্মিলিত পরিষদ’-এর বিপরীতে শাহেদ সরওয়ার কাকে কাকে প্রার্থী করছেন তা নিয়ে গত কয়েকদিন ধরে শিপিং সার্কেলে চলছিল কানাঘুষা। কারণ ২৪ পরিচালক পদে লড়াইয়ের জন্য তাঁর সমর্থিত অধিক সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদের বিপরীতে ২৫ জন এবং এসোসিয়েটে ৮ পরিচালক পদের বিপরীতে ১১ জন মনোনয়ন পত্র জমা দেন। তাই এদের কে কে থাকছেন আর কারা বাদ পড়ছেন তা নিয়ে শিপিং সেক্টরে ভোটারদের মধ্যে ছিল নানা কথাবার্তা। বৃহস্পতিবার বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্সে সভা করে প্যানেল ঘোষণা করা হয়। অতিরিক্ত যে ১২ জন রয়েছেন তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
প্যানেলে যাঁরা রয়েছেন:
অর্ডিনারি ক্যাটেগরি-মোহাম্মদ শাহেদ সরওয়ার ( ক্রাউন নেভিগেশন), আজিম রহিম চৌধুরী জিয়া ( কেএমসি শিপিং লাইন), আনিস উদ দৌলা ( কর্ণফুলী লিমিটেড ), এ এস এম সালাহউদ্দিন ( কসকো শিপিং ), কামরু উজ জামান লিটন ( সুলতান শিপিং ), মোহাম্মদ আবদুল্লাহ জহির ( পিআইএল বাংলাদেশ ), মোহাম্মদ সালাহউদ্দিন ( মমতাজ শিপিং ), এনামুল হক ( মাল্টিপোর্ট লিমিটেড), দেবপ্রসাদ ভট্টাচার্য ( বাংলাদেশ শিপিং লাইন্স ), মো. আজমির হোসেন চৌধুরী ( এমএসসি মেডিটেরিয়ান শিপিং), এ কে এম আতিকুর রহমান ( এপেক্স শিপিং ), এম আলী আশরাফ আহমদ খান ( বারিধি শিপিং ), কপিল উদ্দিন আহমেদ ( জেএস শিপিং ), সরতাজ মো. ইমরান ( সিমনি শিপিং), মো. দিদারুল আলম চৌধুরী ( গ্লোব শিপিং ) এবং মোহাম্মদ শাহীন ( এভারবেস্ট শিপিং )।
এসোসিয়েট ক্যাটেগরি- ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী ( নাফ মেরিন সার্ভিস ), মোস্তাফিজুর রহমান ( মদিনা লজিস্টিক্স এন্ড শিপিং ), মো. জহিরউদ্দিন জুয়েল ( সি গ্লোরি শিপিং ), ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল ( ডেল্টা লয়েড লি.), মোহাম্মদ মোরশেদ হারুন ( এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি ),কাজি মনসুর উদ্দিন ( কেএসএম শিপিং এজেন্সিজ ), ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের ( রিলায়েন্স শিপিং ) এবং মোহাম্মদ সাইফুল কাদের ( কলাম্বিয়া এন্টারপ্রাইজ লি.।