Home First Lead মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই জানালীহাট-কাপ্তাই রেলপথের ভূমি অধিগ্রহণ

মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই জানালীহাট-কাপ্তাই রেলপথের ভূমি অধিগ্রহণ

 বিজিনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জানালীহাট-কাপ্তাই রেললাইন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। এখন অপেক্ষা রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশের। তা পাওয়া গেলে শুরু হবে ভূমি অধিগ্রহণের কাজ।

বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী ( পূর্ব ) মো. সবুক্তগীন জানিয়েছেন, জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ তৈরি সরকারের অন্যতম মেগাপ্রকল্প। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। এখন তা মন্ত্রণালয়ে। সেখান থেকে নির্দেশ পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম শুরু হবে। এই পর্যায়ে ভূমি অধিগ্রহণের প্রস্তুতি আরম্ভ হবে।

জানালীহাট-চুয়েট-কাপ্তাই পর্যন্ত ৪২ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথ তৈরি হবে। রেলপথটি নয়টি স্টেশনকে সংযুক্ত করবে। ২০২২ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে রেলওয়ের মাস্টার প্ল্যানে। কিন্তু নানা জটিলতার কারণে এখনো  কোন অগ্রগতি নেই।

রেলওয়ের ৩০ বছর মেয়াদি (২০১৬-৪৫) মাস্টারপ্ল্যান এর আওতায় প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। আলোচ্য প্রকল্পটি রয়েছে মাস্টার প্ল্যানে।