বিজনেসটুডে২৪ ডেস্ক
সোমবার (২২ মার্চ) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হতে যাওয়া এনআরবিসি ব্যাংকের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ৫৩৯ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪১৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৩৭৮ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা ২.০৩৬ টাকা বা ৫৩৯ শতাংশ বেড়েছে।
এদিকে ব্যাংকটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৯৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.০০১ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা ১.৭৯২ টাকা বা ১৭৯২০০ শতাংশ বেড়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২০ ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০১ টাকায়।