Home সারাদেশ মওদুদের শোকসভা বন্ধের পরিণতি ভালো হবে না: কাদের মির্জা

মওদুদের শোকসভা বন্ধের পরিণতি ভালো হবে না: কাদের মির্জা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালি: আমাকে থামিয়ে দেওয়ার জন্য, আমার মুখ বন্ধ করার জন্য, আমাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকের এ পোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এটার পরিণতি কিন্তু ভালো হবে না।

রবিবার (২১ মার্চ) দুপুর ২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণে পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকা শোকসভা স্থানীয় পুলিশ প্রশাসন স্থগিত করলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, এটা কেন করা হয়েছে আমি বুঝি। যারা আজকে আমাকে হত্যা করার জন্য ঢাকা থেকে আরম্ভ করে নোয়াখালী-ফেনী অপরাজনীতির হোতা একরাম-নিজাম এবং কোম্পানীগঞ্জের জাসদের সভাপতি-সম্পাদক খিজির হায়াত-নুরনবীসহ অস্ত্রধারীদের আজকে প্রাধান্য দেওয়া হয়েছে।

আজকে প্রশাসন প্রমাণ করতে চেয়েছে , আমরা আবদুল কাদের মির্জার কথা শুনি না। আমরা অস্ত্রধারীদের কথা শুনি, আমরা অপরাজনীতি যারা করে তাদের কথা শুনি। এমন মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, আজকে এভাবে আমাকে খাটো করার জন্য দলের উচ্চ পর্যায় থেকে নিন্ম পর্যন্ত, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে।