Home নির্বাচন বিএসএএ নির্বাচন: আতিক আউট, ফারুক ইন

বিএসএএ নির্বাচন: আতিক আউট, ফারুক ইন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনে শাহেদ সরওয়ার প্যানেল থেকে এক প্রার্থী বাদ পড়েছেন। তৎপরিবর্তে নতুন একজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

শাহেদ সরওয়ার প্যানেলের দলনেতা শাহেদ সরওয়ার গত সপ্তাহে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা দেন। তাতে অর্ডিনারি ক্যাটেগরিতে ছিলেন এপেক্স শিপিং-এর  এ কে এম আতিকুর রহমান। দু’দিনের মাথায় তাকে বাদ দেয়া হয়েছে। নতুন অন্তর্ভূক্ত হয়েছেন কে লাইন ( বাংলাদেশ ) লিমিটেডের গোলাম ফারুক।

এর কারণ হিসেবে ঐ প্যানেলের প্রভাবশালী একজন বিজনেসটুডে২৪ কে জানিয়েছেন, ‘ আতিকুর রহমানকে বাদ দেয়া হয়নি, আমাদের শর্ত পূরণ করতে না পারায় তিনি নিজেই সরে পড়েছেন। আমাদের প্যানেল থেকে নির্বাচনে আগ্রহীদের জন্য নির্দিষ্টসংখ্যক নিশ্চিত ভোট নির্ধারণ করে দেয়া হয়েছিল। শুরুতে তা সম্ভব হবে মনে করলেও পরবর্তীতে তা না হওয়ায় তিনি নির্বাচন করতে অনাগ্রহ প্রকাশ করেছেন।’

 তাই তিনি সরে পড়েছেন এবং অন্য একজনকে সেখানে নেয়া হয়েছে বলে জানিয়ে ঐ প্রভাবশালী নেতা আরও উল্লেখ করেন যে কেউ ইচ্ছা করলে তাকে অন্তর্ভূক্ত করা হয়নি। এক্ষেত্রে বেশ কিছু শর্ত ছিল। সেগুলোর মধ্যে অন্যতম ছিল সর্বনিম্ন সংখ্যক ভোটের বিষয়টি।

বিএসএএ নির্বাচনে দু’টি প্যানেল। একটি ‘শাহেদ সরওয়ার প্যানেল’ এবং অপরটি ‘সম্মিলিত পরিষদ।’