বিজিনেসটুডে২৪প্রতিনিধি
ঢাকা: বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের এক ফেসবুক লাইভে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। সাকিবের মন্তব্যের পর গরম হাওয়া বইছে বিসিবিতে। মন্তব্যের সমালোচনা করে কথা বলে যাচ্ছেন বিসিবি পরিচালকরা।
কিন্তু সাকিবের দ্রুত দেশে ফিরে আসা নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। অনেকে মনে করছে ব্যাপারটি যেন বেশি দূর না গড়ায়, এটা নিশ্চিত করতেই হয়তো দ্রুততার সঙ্গে দেশে ফিরে আসছেন সাকিব।
যুক্তরাষ্ট্র থেকে সোমবার রাতে দেশে ফিরবেন বাংলাদেশ অলরাউন্ডার। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত দুইটায় ঢাকা পৌঁছাবেন সাকিব। বিসিবির একজন কর্মকর্তা বিষটি নিশ্চিত করেছেন।
শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেওয়ার জন্য বিসিবিকে যে চিঠিটি পাঠিয়েছিলেন, সেটা বিসিবির কেউ পড়েননি বলে দাবি সাকিবের। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা একদম বড় কথা।’
ক্রিকেটার তৈরি প্রক্রিয়া ও হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ব্যাপক সমালোচনা করেন সাকিব। তিনি বলেন, ‘শেষ ৪-৫ বছরে এইচপি থেকে কয়টা ক্রিকেটার তৈরি হয়েছে তা আমার জানা নেই। আমাদের ক্রিকেট বোর্ডে অনেকেই আছেন, যারা ক্রিকেট খেলেছেন এর আগে, যারা দেশে প্রতিনিধিত্ব করেছে। তবে আমার মনে হয় সুজন ভাই ছাড়া এখানে অন্য কারও সম্পৃক্ততা নেই। যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে, তাদের নিয়েই আমরা অনেক বেশি স্বপ্ন দেখা শুরু করেছি।’
সাকিবের এমন সব মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি বিসিবি। দ্রুততার সঙ্গে রবিবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন বিসিবির কয়েকজন পরিচালক। বৈঠক শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘যেহেতু সে লম্বা একটা সাক্ষাৎকার দিয়েছে এবং এখানে শুধু ক্রিকেট অপারেশন্স নয়, এইচপি ও অন্যান্য বিষয় নিয়ে কথা ছিল। সেটা পুরো দেখে আমরা সিদ্ধান্ত নেব।’