বিজনেসটুডে১৪ ডেস্ক
ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) সম্প্রতি আইপিওর মাধ্যমে মূলধন বাড়াতে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণ শিল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এনডিই’র। সংস্থাটি মূলত বিদ্যুৎকেন্দ্র, শিল্প ভবন ও অবকাঠামো, বিমানবন্দর টার্মিনাল, সড়ক ও সেতু ইত্যাদি নির্মাণে নিযুক্ত রয়েছে। এনডিই প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫০০টিরও বেশি প্রকল্প শেষ করেছে।
এনডিইর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান মুস্তাফিজ এবং আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান সিএফএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এনডিইর চেয়ারম্যান ইমরান মুস্তাফিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টসের চিফ অপারেটিং অফিসার রুবায়েত-ই-ফেরদৌস এবং এনডিই ও আইডিএলসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইডিএলসি প্রতিষ্ঠানটির আইপিওর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।