জ্বালনি খাতের সুবিধায় ৩৬০ দিনের বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে নিজস্ব ব্যবহারের জন্য এলপিজি গ্যাসের খালি সিলিন্ডার আমদানি করতে পারবে শিল্প ইউনিটগুলো।
সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, শিল্প আমদানিকারকরা নিজস্ব ব্যবহারের জন্য ৩৬০ দিনের বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে মূলধন যন্ত্রপাতি আমদানি করতে পারতেন। এখন থেকে এলপিজি গ্যাসের খালি সিলিন্ডার আমদানিতেও এই সুবিধা দেওয়া হবে।
ব্যাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা জানান, নিজস্ব ব্যবহার ছাড়া বাণিজ্যের জন্য এই সুবিধা পাবে না। শিল্পপ্রতিষ্ঠানগুলোর অনেকে ১৮০ দিনের বিলম্বিত মূল্য পরিশোধে এলপিজি গ্যাসের খালি সিলিন্ডার আমদানি করতেন। আবার অনেকে ৩৬০ দিনের শর্তে করতেন। তাই সবাইকেই ৩৬০ দিনের বিলম্বিত মূল্য পরিশোধের সুবিধা দেওয়া হলো।