বিজনেসটুডে২৪ ডেস্ক
দিল্লিতে দৈনিক কোভিড সংক্রমণ ছাড়িয়েছে এক হাজারের বেশি। এই পরিস্থিতিতে শহরের বিমান বন্দর, রেল স্টেশন ও বাস টার্মিনাসে ঢালাও টেস্টের সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। একইসঙ্গে আসন্ন হোলি, শব-এ-বরাত এবং নবরাত্র উৎসব নিয়ে কড়াকড়ি করা হয়েছে। সরকার জানিয়েছে, বাজারে, শপিং মলে ও অন্যত্র যেখানে বহু লোক জড়ো হয়, সেখানে কোভিড বিধি মানতে হবে কঠোরভাবে। যে রাজ্যগুলিতে কোভিড ব্যাপক হারে ছড়িয়েছে, সেখান থেকে কেউ দিল্লিতে এলে তাঁকে অবশ্যই টেস্ট করা হবে।
মঙ্গলবার জানানো হয়, তার আগের ২৪ ঘণ্টায় দিল্লিতে ১১০১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর আগে ১৯ ডিসেম্বর শহরে সংক্রমণের হার ছিল এত বেশি। সেদিন ১১৩৯ জন আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় দিল্লিতে মারা গিয়েছেন চারজন। এই নিয়ে রাজধানীতে অতিমহামারীতে মারা গেলেন ১০ হাজার ৯৬৭ জন। শহরে অ্যাকটিভ কেসের সংখ্যা এখন ৪৪১১ জন। এর আগে গত ৬ জানুয়ারি অ্যাকটিভ কেস ছিল ৪৪৮১।
বিশেষজ্ঞদের মতে, মানুষ যথাযথভাবে করোনা বিধি মেনে না চলার জন্যই ফের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। অনেকেই মাস্ক পরছেন না। সামাজিক দূরত্ব মেনে চলছেন না। তাছাড়া কোভিডের নতুন স্ট্রেনও সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী হতে পারে।
ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া স্ট্রেনে দেশে আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। মুম্বইতেও পুরসভা থেকে প্রকাশ্যে অথবা ব্যক্তিগত জায়গায় হোলি খেলা বন্ধ করে দিয়েছে। গত কয়েক সপ্তাহে মুম্বইতে ব্যাপক হারে ছড়িয়েছে করোনা।
মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্দেশ দিয়েছে, যেখানে ভিড় হবে, সেখানে ‘র্যানডম কোভিড টেস্ট’ করা হবে। যাঁর কোভিড টেস্ট করা হচ্ছে, তাঁর অনুমতি নেওয়া হবে না। র্যাপিড অ্যান্টিজেন মেথডে টেস্ট করা হবে।
মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বলা হয়েছে, শপিং মল, রেল স্টেশন, বাস ডিপো, বিভিন্ন বাজার ও পর্যটনস্থলগুলিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। কেউ যদি টেস্ট করাতে না চান, তাহলে ১৮৯৭ সালের মহামারী আইন অনুযায়ী তাঁকে অপরাধী বলে গণ্য করা হবে।
কোভিড পরীক্ষায় আরটি পিসিআর টেস্টকেই সবচেয়ে নির্ভরযোগ্য বলে ধরা হয়। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ততদূর নির্ভরযোগ্য নয়। তবে ওই টেস্ট খুব অল্প সময়ের মধ্যে করা যায়। এক্ষেত্রে কোনও ব্যক্তির শ্বাসনালি থেকে নমুনা নেওয়া হয়। যে রেলস্টেশনগুলিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, তাদের মধ্যে আছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, মুম্বই সেন্ট্রাল, দাদার ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল, বান্দ্রা টার্মিনাল, আন্ধেরি, বোরিভালি এবং লোকমান্য তিলক টার্মিনাস। যে বাস ডিপোগুলিতে পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, তার মধ্যে আছে মুম্বই সেন্ট্রাল, পারেল, বোরিভালি এবং কুরলা।