নয়ন দাস
কুড়িগ্রাম : জেলার পৌর এলাকায় আবাদী কৃষি জমি জোরপূর্বক দখলে নিয়ে প্রভাবশালী মহলের মৎস্য চাষ প্রকল্প করার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা সদরের ভেলাকোপা বাঁধের পাড় এলাকার ধানক্ষেতে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, জমির আগের মালিক আব্দুল বারেক, আবু বক্কর সিদ্দিক, হাফিজুর ড্রাইভার, গোলজার হোসেন, আকলিমা বেগম ও মালেকা বেওয়া প্রমুখ ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ১৫-২০ বিঘা এই জমিতে চাষাবাদ করে আসছি, কয়েকপুরুষ ধরে । পূর্বে এ জমি আমাদের পূর্ব পুরুষদের নামে থাকলেও পরবর্তীতে বাঁধ তৈরির সময় এটা সরকারি খাস জমিতে পরিণত হয়। স্থানীয় একটি মহল আবাদি জমি বেদখল করে মাছ চাষ করার প্রকল্প নিচ্ছে। আমরা আবাদি জমিতে চাষ করবো।