বিজনেসটুডে প্রতিনিধি
চট্টগ্রাম: চলতি ট্রেনে তৃতীয় লিঙ্গের বা হিজড়াদের চাঁদাবাজির যন্ত্রণা থেকে যাত্রীদের মুক্ত করতে অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আরএনবি)।
মঙ্গলবার ময়মনসিংহ রেলস্টেশনে অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজ হিজড়াকে আটক করেছে। পরে অবশ্য তাদেরকে মুচলেকা দিয়ে আবার ছেড়ে দিয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়েছেন যাত্রী। তারা বলেন, এই অভিযান অব্যাহত রেখে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করা হবে এটাই প্রত্যাশা।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেলওয়ে ভিওিক বিভিন্ন গ্রুপে হিজড়াদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রতিদিনই তৃতীয় লিঙ্গের মানুষের চাঁদাবাজির এসব ঘটনার ছবিসহ পোস্ট করছেন ভুক্তভোগী যাত্রীরা।
এনামুল হক মিশু লিখেছেন, হিজড়া এখন এক আতংকের নাম। তারা দিন দিন অত্যন্ত ভয়ংকর হয়ে উঠছে। তারা আরও বেশি ভয়ংকর হয়ে যায় যখন দেখবে আপনার পাশে মেয়ে বসা সে হোক বোন, ভাগ্নি, মা তখন তাদের চাঁদার পরিমাণটা বেড়ে যায় ৫০-১০০ টাকা অবধি। এখনই উচিত তাদের বিরুদ্ধে সোচ্চার হবার। আমরা প্রত্যেকে যদি একবার করে ৯৯৯-এ কল দিয়ে তাদের অত্যাচারের প্রতিকার চাই, তাহলে আমি নিশ্চিত প্রশাসন একটা ব্যবস্থা গ্রহণ করবেন। তাই আজই এখনি আমরা প্রত্যেকে একবার করে ৯৯৯ এ ফোন করে তাদের বিরুদ্ধে অভিযোগ করি।
মোঃ হাসানুজ্জামান নয়ন লিখেছেন, ট্রেনে হিজরাদের টাকার ভাগ কে কে পায় তা জানতে হবে। যদি রেলওয়ে পুলিশ পায় তাহলে তো কোন কথাই নাই।
হিজড়াদের এই অত্যাচার থেকে মুক্তি চান সকলেই। সকলের আবেদন যতদ্রুত সম্ভব ট্রেনকে হিজড়াদের হাত থেকে মুক্ত করে ট্রেনে শান্তির পরিবেশ ফিরিয়ে আনুক প্রশাসন।
এ বিষয়ে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতু বলেন, চাঁদাবাজির বিষয়ে আমরা ২০১৭ সালে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেছি। আমরা সেখানে লিখেছি, কিছু যুবক হিজড়া সেজে এসব চাঁদাবাজি করছে। তাদের জন্য প্রকৃত হিজড়াদের দুর্নাম হচ্ছে। এসব চাঁদাবাজির সঙ্গে প্রকৃত হিজড়ারা জড়িত নন।