Home First Lead সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ

সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ

টাগবোট দিয়ে এভারগ্রিনকে সরানোর চেষ্টা চলছে।ছবি সংগৃহীিত

আটকে পড়েছে বিশাল কন্টেইনার জাহাজ এভারগিভেন

বিজনেসটুডে২৪ ডেস্ক

সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে কন্টেইনারাবাহী বিশাল এক জাহাজ আড়াআড়িভাবে আটকে পড়ার জেরে চলাচল বন্ধ রয়েছে।

পানামা পতাকাবাহী ৪০০ মিটার দীর্ঘ এম ভি এভারগিভেন স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে আটকা পড়েছে। ২০,৩৮৮ টিইউস ক্ষমতার জাহাজটি লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর হয়ে রটারড্যাম যাচ্ছিল। এভারগিভেন আটকে পড়ায় সুয়েজ খালে আরও ১৫ টি জাহাজও আটকে আছে।

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জলপথগুলোর অন্যতম সুয়েজ খাল। পৃথিবীর সমুদ্রবাণিজ্যের ১২% হয় এই পথে। এর মধ্যে এভারগ্রিন আটকে পড়ায় চলাচলের আর কোনো পথ নেই।   ৮ টি টাগবোট এভার গিভেনকে উদ্ধারের চেষ্টা করছে।

মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না। খালটি উন্মুক্ত হবার পূর্বে, কখনো কখনো পণ্য জাহাজ থেকে নামিয়ে মিশরের স্থলপথ অতিক্রম করে, ভূমধ্যসাগর হতে লোহিত সাগরে এবং লোহিত সাগর হতে ভূমধ্যসাগরে অপেক্ষমাণ জাহাজে পারাপার করা হত।