বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: ঘাড়ে প্রায় ৬০ হাজার কোটি টাকার দেনা এয়ার ইন্ডিয়ার। এই প্রেক্ষাপটে সরকার এটাকে বেচে দিচ্ছে।
বিলগ্নিকরণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। মন্ত্রক সুত্রে খবর, আগামি ৬৪ দিনের মধ্যে আগ্রহী সংস্থাগুলোকে দরপত্র জমা দিতে হবে। কোন সংস্থার দরপত্র গ্রহণ করা হবে, সেটা নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে। এখন আর কোনও বিভ্রান্তি নেই।
দীর্ঘ দিন ধরেই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার অবস্থা টালমাটাল। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি সংস্থার হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ২০১৮ সালে সংস্থার ৭৬ শতাংশ অংশীদারি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, সংস্থার ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণও ছেড়ে দেওয়া হবে।
তার পরেও কোনও ক্রেতা এয়ার ইন্ডিয়া নিয়ে আগ্রহ দেখায়নি। ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট অধিবেশন চলাকালীন এয়ার ইন্ডিয়ার আর্থিক পুনর্গঠনে ২ হাজার ২৬৮ কোটি টাকা বরাদ্দও করে কেন্দ্র। সেই সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আগামী অর্থবর্ষের মধ্যেই এয়ার ইন্ডিয়া এবং হেলিকপ্টার পরিষেবা সংস্থা ‘পবনহংস’-র বিলগ্নিকরণ প্রক্রিয়া মিটে যাবে। এবার এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
এয়ার ইন্ডিয়া ভারতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা, এর সদরদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। এটি সরকারি মালিকানাধীন উদ্যোগ এয়ার ইন্ডিয়া লিমিটেডের মালিকানাধীন এবং ১০২ টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যস্থলে এয়ারবাস ও বোয়িং বিমান দিয়ে সার্ভিস দেয়।