বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )’র আসন্ন নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। অর্ডিনারি ক্যাটেগরির ১২ জন এবং এসোসিয়েট ক্যাটেগরির ৫ জন প্রার্থিতা তুলে নিয়েছেন।
নির্বাচন কমিশন রবিবার (২৮ মার্চ ) চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
অর্ডিনারি ক্যাটেগরির প্রার্থীরা হলেন: সৈয়দ মোহাম্মদ আরিফ, দেবপ্রসাদ ভট্টাচার্য, এম আলী আশরাফ আহমদ খান, এস এম এনামুল হক, এস এম মাহবুবুর রহমান, এএসএম সালাহউদ্দিন, মোহাম্মদ শাহেদ সরওয়ারএটিএম শহিদুল্লাহ, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মুনতাসির রুবাইয়াত, মো. দিদারুল আলম চৌধুরী, মো. সাজ্জাদুর রহমান, তানজিল আহমেদ রুহুল্লাহ, কপিল উদ্দিন আহমেদ, গোলাম ফারুক, আনিস উদ দৌলা, আজিম রহিম চৌধুরী, মামুনুর রশিদ, মোহাম্মদ সালাহউদ্দিন, মো. আজমির হোসেন চৌধুরী, এনামুল হক, খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ জিয়াউল কাদের, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মোহাম্মদ আবদুল্লাহ জহির, মো. আজফার আলী, সারতাজ মুহাম্মদ ইমরান, শহিদুল মোস্তাফা চৌধুরী, মো. কামরু উজ জামান, সৈয়দ ইকবাল আলী এবং মোহাম্মদ ওসমান গনি চৌধুরী।
এসোসিয়েট ক্যাটেগরির প্রার্থী: নাজমুল হক, মোহাম্মদ মোরশেদ হারুন, মো. সাইফুল কাদের, মো. রেয়াজ উদ্দিন খান, ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল, খায়রুল আলম সুজন, প্রবীর সিংহ, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, কাজী মনসুর উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, মোহাম্মদ আবুল খায়ের, মো. জহিরউদ্দিন জুয়েল, এবং ওয়াহিদ আলম।
এবারে মোট ভোটার ২৬৭। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৫ এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ১২২। আগামী ৪ এপ্রিল ভোট।