Home চট্টগ্রাম ফেসবুকে অভিযোগ: তাৎক্ষণিক প্রতিকার শৈবালের

ফেসবুকে অভিযোগ: তাৎক্ষণিক প্রতিকার শৈবালের

*অভিভাবকদের ডেকে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো: কাউন্সিলর

বিজনেসটুডে ২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীর বাতিঘর হিসেবে পরিচিত জামালখান এলাকায় হঠাৎ উদ্বাস্তু ছেলে-মেয়ের উৎপাত বেড়েছে।

ইমন নামে একজন অভিযোগ করে ফেসবুকে লিখেন, ‘জামালখানে এখন বসা যায় না। কিছু উদ্বাস্তু ছেলে-মেয়েদেরকে দেখি এক লাফে কতক্ষণ টেম্পুতে উঠে, আবার হাতাহাতি করে। বসে থাকলে টাকা চায়। ওরা আসলে কারা? এখানেই কেন এমন অবস্থা করে? প্রশাসন কি একটু খবর নিয়ে দেখবেন?’

এমন অভিযোগের পরেই শৈবাল দাস সুমন ঐ পোষ্টের কমেন্টে লিখেন, ‘কাল থেকে যেনো দেখা না যায় তাই করবো।’ সাথে সাথে নেটিজেনদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এক কমেন্টেই ৭শ’ লাভ রিয়েক্টসহ হাজার খানেক রিয়েক্ট পড়ে যায়।

এদের থেকে জামালখান বাসীকে কিভাবে মুক্ত করবে এই বিষয় জানতে কাউন্সলিলের সাথে  যোগাযোগ করা হলে তিনি বিজনেসটুডে২৪কে বলেন, এখন এই সমস্যাটা সর্বত্র। বস্তি কিংবা যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তারা তাদের ছেলে-মেয়েদের দিকে খেয়াল করে না। তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। যেখানে জনসমাগম দেখে সেখানেই বসে পড়ে। যেহেতু জামালখান সুন্দর হয়ে গেছে। সবাই এখন এখানে এসে আড্ডা দেয় তাই এইসব চোখে পড়ছে। আবার মানুষের কাছে টাকাও বেশি কেউ ১০ টাকা, ২০ টাকা আবার কেউবা ৩০ টাকা দেয়। এতে করে এক বেলা ভিক্ষা করে এরা ৩শ’ থেকে ৪শ’ টাকা ইনকাম করে ফেলে। তাদের বাবা মা ও খুশি হয়ে তাদের বাচ্চাদের ছেড়ে দেয়।

তিনি আরো বলেন, অনেকে আদর করে দেয়, আবার অনেকে বাধ্য হয়ে তাদের টাকা দেয়।
আমি এমন উদ্বাস্তু ছেলে-মেয়েদের অভিবাভকদের ডেকে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।