বিজনেসটুডে২৪ ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
সোমবার (২৯মার্চ ) ডিএসইতে টাকার পরিমাণে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে আগের দিন থেকে ২৫২ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৫৪ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।
সোমবার ডিএসইতে মোট ৩৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ৫৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১২টি কোম্পানির।
সোমবার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮২ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৫৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।