Home First Lead ট্রাকচালকের চোখে ঘুম: প্রাণ গেল ৪ জনের

ট্রাকচালকের চোখে ঘুম: প্রাণ গেল ৪ জনের

ছবি: সংগৃহীত

তখনও গান বাজছিল ট্রাকে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দমদমায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে কমপক্ষে ৪ জন মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দমদমা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) এবং মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)।

রাউজানে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ছবি: সংগৃহীত

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার (চট্টগ্রাম-থ-১২-৮৫২৮) সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের (চট্টগ্রাম-ড ১১-২২৩৩) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ‘আমরা যখন ঘটনাস্থলেপৌঁছি তখন ট্রাকে গান বাজছিল। পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক গান শুনতে শুনতে ঘুম চোখে ট্রাক চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি ডানদিকে গিয়ে বেপরোয়া গতিতে ধাক্কা দেওয়ার কারণে অটোরিকশাটি প্রায় ২৫ গজ দুরে গিয়ে দুমড়ে-মুচড়ে পড়ে।

লাশগুলো ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।