Home জাতীয় বিদেশি বিনিয়োগ প্রস্তাব বেড়েছে তিনগুণ

বিদেশি বিনিয়োগ প্রস্তাব বেড়েছে তিনগুণ

বিজনেসটুডে২৪ ডেস্ক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র কাছে বিদেশি বিনিয়োগের প্রস্তাব বেড়েছে। ২০২০ সালের শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ প্রস্তাব তার আগের তিন মাসের চেয়ে ৩ গুণ বেড়েছে। গেল বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব তুলে ধরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১১টি শতভাগ বিদেশি ও ২১টি যৌথ বিনিয়োগসহ মোট ৩২টি শিল্প ইউনিটের প্রস্তাবে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৬০৫০ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় দাঁড়ায় ৫ লাখ ১৪ হাজার ২৫০ কোটি টাকা। এর আগে তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০২০) সময়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৪৭৬৮ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় দাঁড়ায় ৪ লাখ ৫ হাজার ২৮০ কোটি টাকা। এ হিসাবে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৩৭০ দশমিক ৭৩ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর মোট ২০টি প্রস্তাবে বিনিয়োগের পরিমাণ ছিল ১২৮৫ কোটি ডলার বা ১ লাখ ৯ হাজার ২২৫ কোটি টাকা।

মোট ৩৬৫টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ২ লাখ ২ হাজার ৮৫৫ কোটি টাকা (২৩ হাজার ৫৬৩ কোটি ডলার), যা আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০২০) চেয়ে প্রায় ৮ লাখ ১৪ হাজার ২১৫ কোটি টাকা (৯ হাজার ৫৭৯ কোটি ডলার) বা ৬৮ দশমিক ৫০ শতাংশ বেশি।

বিডার তথ্য মতে একই সঙ্গে গেল বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশীয় বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৩৭ দশমিক ৯১ শতাংশ। এই সময়ে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৩৩৩টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ প্রায় ১৭ হাজার ৫১৩ কোটি টাকা । ২০২০ সালের আগের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ১৯৬টি শিল্প ইউনিটে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১২ হাজার ৬৯৯ কোটি টাকা।

বিডার বিবৃতিতে বলা হয়েছে, তিন মাসে স্থানীয় ও বৈদেশিক সম্মিলিতভাবে বিবিধ শিল্প খাতে সর্বাধিক প্রস্তাব পাওয়া গিয়েছে, যা মোট বিনিয়োগের ৪২ দশমিক ৫৮ কোটি টাকা। এছাড়া এছাড়া পর্যায়ক্রমিকভাবে কেমিক্যাল শিল্প খাতে ৩০ দশমিক ৪১ শতাংশ, কৃষিভিত্তিক শিল্প খাতে ১০.০৫ শতাংশ, সার্ভিস শিল্প খাতে ৮.৯০ শতাংশ এবং ইঞ্জিনিয়ারিং শিল্প খাতে ৮ দশমিক ০৫ শতাংশ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

আলোচ্য তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে নিবন্ধিত মোট ৩৬৫টি শিল্পে ৬২ হাজার ৫৫৬ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানিয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।