বিজনেসটুডে২৪ ডেস্ক
মিয়ানমার সীমান্তবর্তী চীনের রুইলি নগরীতে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১মার্চ ) ছয়জন করোনাভারাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর নগরীটির ব্যাপারে এমন পদক্ষেপ নেয়া হলো। খবর এএফপি’র।
ইউনান প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, রুইলি নগরীতে তিনজনের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। তারা সকলেই মিয়ানমারের নাগরিক। তাদের বয়স ২৪ থেকে ২৮ বছরের মধ্যে।
রুইলি নগরী হচ্ছে প্রতিবেশি দেশ মিয়ানমারের মজি থেকে আসা-যাওয়ার একটি প্রধান ক্রসিং পয়েন্ট। ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। এ প্রেক্ষাপটে সেখানের পরিস্থিতির আরো অবনতি ঘটলে লোকজন সীমান্ত অতিক্রমে হুমড়ি খেয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
বুধবার চীনের ইউনান স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, তারা ‘অবৈধ সীমান্ত অতিক্রমের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’
এদিকে সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রুইলি নগরী কর্তৃপক্ষ তাদের বাসিন্দাদের করোনাভাইরাস পরীক্ষা করবে এবং সকলে এক সপ্তাহের জন্য ‘হোম কোয়ারেন্টাইনে থাকবে। এর ফলে ‘বিশেষ কারণ’ ছাড়া কেউ তাদের বাসা-বাড়ি থেকে বাইরে যেতে পারবে না।