Home First Lead টিসিবি’র চিনি ও ভোজ্যতেলের দাম বাড়লো

টিসিবি’র চিনি ও ভোজ্যতেলের দাম বাড়লো

ভোজ্যতেলের লিটার ১০০ টাকা

চিনি কেজি ৫৫ টাকা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: প্রতিদিনের অত্যাবশ্যকীয় কয়েকটি পণ্যের দাম বাড়তি। এ অবস্থার মধ্যে রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি ভোজ্যতেল এবং চিনির দাম বৃদ্ধি করেছে। বৃহস্পতিবার ( ১ এপ্রিল ) থেকে তা কার্যকর। টিসিবি থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনতে গেলে প্রতি লিটার ভোজ্যতেলে অতিরিক্ত ১০ টাকা ও প্রতিকেজি চিনিতে অতিরিক্ত ৫ টাকা গুণতে হবে নিম্ন আয়ের মানুষদের।

প্রতি লিটার তেল ১০ টাকা বাড়িয়ে ১০০ এবং ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি।

টিসিবি অবশ্য বলেছে যে এটা দরবৃদ্ধি নয়, বাজার মূল্যের সাথে টিসিবির পণ্যের দাম সমন্বয় করা হয়েছে। মাঝে-মধ্যে টিসিবি এভাবে দাম সমন্বয় করে থাকে। কারণ বাজারের তুলনায় পণ্যের মূল্য বেশি ব্যবধান থাকলে অবৈধভাবে বিক্রির সম্ভাবনা থাকে। সে কারণে নতুন করেভোজ্যতেল ও চিনির দাম পুন:নির্ধারণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৭ মার্চ থেকে বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। প্রথম ধাপে সারাদেশে ৪০০ ট্রাকে তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

দ্বিতীয় ধাপে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত আরও ১০০ ট্রাক বাড়িয়ে ৫০০ ট্রাকে করে সারাদেশে পণ্য বিক্রি করা হবে। মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজের সঙ্গে ছোলা ও খেজুর বিক্রি হবে।