বিজনেসটুডে২৪ ডেস্ক
যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ ও ১২ টি দেশ থেকে সরাসরি বাংলাদেশে আসা যাবে না বলে সার্কুলার জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে এইব্যাপারে সার্কুলার জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সার্কুলারে বলা হয়, ৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং কার্যকর থাকবে (১৮ এপ্রিল পর্যন্ত)। ১২ দেশ থেকে দেশে যাত্রী আসায় নিষেধাজ্ঞা দিয়েছে বেবিচক। দেশগুলো হলো- আর্জেটিনা, ব্রাজিল, চিলি, তুরস্ক, সাউথ আফ্রিকা, উরুগুয়ে, পেরু, বাহরাইন, জর্ডান, লেবানন, কুয়েত এবং কাতার।