Home সারাদেশ বাসে উঠতে না পেরে রাস্তা আটকে বিক্ষোভ

বাসে উঠতে না পেরে রাস্তা আটকে বিক্ষোভ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সময়মতো অফিসে পৌঁছাতে বাসে উঠতে না পেরে রাজধানীর খিলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১এপ্রিল) সকাল ৯টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে রাস্তা আটকে তারা বিক্ষোভ শুরু করেন। এসময় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্ধেক সিট খালি রেখে বাস চলাচলে নির্দেশনা জারি করে সরকার। বুধবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়।

খিলক্ষেত রুটের পরিবহনগুলো উত্তরা কিংবা গাজীপুর বাস স্টপেজ থেকে যাত্রী উঠিয়ে বাসের গেট বন্ধ করে গন্তব্যের দিকে রওনা হয়। এতে করে পরবর্তী স্টপেজে থাকা যাত্রীরা বাসে উঠতে পারছেন না।

ভুক্তভোগী এক যাত্রী বলেন, ‘আমরা সকাল থেকে অপেক্ষা করেও কোনো বাসেই উঠতে পারছি না। এই কারণেই আমরা রাস্তায় অবরোধে বাধ্য হয়েছি।’

ট্রাফিক পরিদর্শক লিটন মিয়া বলেন, ‘সকালে আমরা বাস দাঁড় করিয়ে যাত্রীদের তুলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু গণপরিবহনের সিটের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি। তাই অনেকেই বাসে উঠতে না পেরে বিক্ষোভ করছেন।’

তিনি বলেন, ‘আমরা ঊর্ধ্বতনের সঙ্গে যোগাযোগ করে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করছি। কিন্তু তারা সড়ক ছাড়ছেন না। এই সমস্যার সমাধান তো আমাদের হাতে নেই।’

ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিকের এডিসি বদরুল ইসলাম বলেন, ‘দেড় ঘণ্টা ধরে সড়ক বন্ধ। আমরা বিক্ষোভকারীদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’