Home আকাশপথ অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ

অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনাভাইরাসের প্রকোপে দেশে লকডাউনের কারণে সোমবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (কাব) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে।

করোনাভাইরাসের প্রকোপের কারণে যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে মালবাহী ট্রেন চলাচল করবে বলে জানানো হয়।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে তিনি এটিও বলেছেন, লকডাউন বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের বিষয়টি শতভাগ নিশ্চিত করে বলা যাবে।

রেলমন্ত্রী জানিয়েছেন, যদি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মালবাহী ট্রেন নিয়মিত চলবে।

এদিকে বাস চলাচল বিষয়ে পরিবহন নেতা এনায়েতুল্লাহ জানিয়েছেন, রবিবার রাত পর্যন্ত বাস চলবে এটা নিশ্চিত। কিন্তু লকডাউনে তা চলবে কি-না সে বিষয়ে তারাও নিশ্চিত নন। সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারির পর বিষয়টি জানা যাবে।