Home করোনা আপডেট চকবাজার ও বহদ্দারহাটে অভিযান

চকবাজার ও বহদ্দারহাটে অভিযান

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম : মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শনিবার (৩এপ্রিল) সকালে নগরীর চকবাজার, বহদ্দারহাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।

এ সময় বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পরায় জরিমানাও করা হয়। গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছে কিনা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, ‘যাদের মাস্ক ছাড়া পেয়েছি, তাদের আমরা জরিমানা করেছি। আশা করি আমাদের অভিযান অব্যাহত থাকলে মানুষজন আরও সচেতন হবে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’