Home কলকাতা কলকাতায় লাশ নিয়ে বিপাকে

কলকাতায় লাশ নিয়ে বিপাকে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: ভারতে চিকিৎসা করাতে এসে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বাংলাদেশির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নুরিপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ রফিকুল ইসলাম (৬৩)। ওই বৃদ্ধের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার খালপাড়ার সুঁইহাড়া গ্রামে। সীমান্ত আইনের জটিলতায় লাশ সেখানে পৌঁছোনো নিয়ে বিপাকে পড়েছেন মৃতের পরিজনরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৫ মার্চ স্ত্রী অঞ্জুরা বেগমকে সঙ্গে নিয়ে রাধিকাপুর সীমান্ত পেরিয়ে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নুরিপুরের বাসিন্দা রাজ্জাক আলির বাড়িতে আসেন মহম্মদ রফিকুল ইসলাম। ২৭ মার্চ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। সেখানে হার্টে তিনটি ব্লকেজ ধরা পড়ে। ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন হৃদরোগ বিশেষজ্ঞ। অপারেশনের জন্য প্রায় চার লক্ষ টাকা বাংলাদেশ থেকে ১০ এপ্রিল আসার কথা ছিল। সেই কারণে বৃদ্ধকে বাড়িতে নিয়ে আসা হয়।

শনিবার তিনি ভোরে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী আনজুরা বেগম বলেন, ’স্বামীর চিকিৎসা করাতে দেওরের বাড়িতে এসেছিলাম। কলকাতায় সমস্ত পরীক্ষার পর চলতি মাসের ১ তারিখ নুরিপুরে দেবরের বাড়িতে ফিরি। এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু হয়।‘

এদিকে, দুই দেশের হাইকমিশনের মধ্যে কথা হলেও করোনা আবহে কীভাবে লাশ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে জটিলতা। এদিন বিকেলে ময়নাতদন্ত হয়েছে। তবে এখনও রাধিকাপুর সীমান্ত দিয়ে বৃদ্ধের লাশ বাংলাদেশের বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি।

মৃতের ভাইপো রাজ্জাক আলি জানান, যদি সীমান্ত দিয়ে দেহ বাংলাদেশে পাঠানো সম্ভব না হয়, তাহলে গ্রামেই কবরস্থ করা হবে।

পুলিশ সুপার সুমিত কুমার জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।