Home স্বাস্থ্য জেগে উঠা আঁচিল দূর করার উপায়

জেগে উঠা আঁচিল দূর করার উপায়

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ত্বকেরই একরকম সমস্যা হল আঁচিল। একরকম ভাইরাসের আক্রমণে আঁচিল হয়। ত্বকের কোষে মেলানিনের সমস্যা হলে মেলানোসাইট নামের একটি উপাদান তৈরি হয়। যা সূর্যের আলোর সংস্পর্শে এসে বাদামি হয়ে যায়। সেই সঙ্গে ত্বকে জ্বালাভাব থাকে। দাগ, ছোপ এসবও পড়ে।

যে ভাইরাসের আক্রমণে আঁচিলের এই সমস্যা হয় তাকে বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ত্বকের সর্বত্র আঁচিল ছড়িয়ে পড়ে এমন নয়। গলায়, আঙুলের ভাঁজে, চোখের পাতায় কিংবা শরীরের স্পর্শকাতর জায়গায় আঁচিল হয়। অনেক সময় আঁচিলে ব্যথা হয়। হোমিওপ্যাথি ওষুধ খেলে যেমন আঁচিল সেরে যায় তেমনই খুব বেশি সমস্যা হলে অপারেশনও করাতে হয়। তবে আঁচিলের ধরন বুঝে তার চিকিৎসা করেন বিশেষজ্ঞরা।

রসুনে মজুত রয়েছে এমন কিছু উপাদান, যা আঁচিলের চিকিৎসায় দারুণ কাজে আসে। কেমন করে ব্যবহার করবেন এই রসুন? রসুনের একটা কোয়া নিয়ে তা ব্যান্ডএডের সাহায্যে আঁচিলের উপর লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে। এভাবে টানা তিন সপ্তাহ রেখে দিলেই ফল মিলবে হাতে-নাতে! তবে, রসুনের কোয়ার পরিবর্তে আঁচিলের উপরে রসুনের পেস্টও লাগাতে পারেন, তাতেও সমান উপকার পাওয়া যায়।

আলুর ব্যবহার করুন: ছোট্ট একটা আলুর টুকরো নিয়ে তা আঁচিলের উপর কিছুক্ষণ ঘষে নিতে হবে। তারপর ওই টুকরোটা ব্যান্ডএডের সাহায্যে আঁচিলের উপর লাগিয়ে নিতে হবে। এইভাবে সারা রাত রেখে দিন। টানা ৭-১০ দিন এমনভাবে ব্যবহার করলেই দেখবেন আঁচিল খসে পড়ে গেছে। আসলে আলুতে রয়েছে প্রচুর মাত্রায় ব্লিচিং কম্পাউন্ড, যা আঁচিলের চিকিৎসায় দারুন কাজে আসেই, সেই সঙ্গে যে কোনও ধরনের দাগ মিলিয়ে যেতেও সময় লাগে না।

হলুদের ব্যবহার করুন: আয়ুর্বেদ চিকিৎসায় হলুদের গুরুত্ব অনেক। নানা রোগের প্রকোপ কমাতে এবং ত্বকের যত্নেও হলুদের কোনও বিকল্প নেই। বিশেষত, আঁচিলের চিকিৎসাতেও হলুদকে কাজে লাগানো য়েতে পারে। এক্ষেত্রে ১ চামচ হলুদ গুঁড়োর সঙ্গে ১ টা ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে। এরপর তাতে অল্প করে মধু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে তা আঁচিলের উপর লাগিয়ে ততক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে যায়। তারপরে ধুয়ে ফেলতে হবে জায়গাটা। প্রতিদিন দু’বার করে এই ঘরোটা টোটকাটিকে কাজে লাগালেই উপকার মিলবে হাতে-নাতে।

পেঁয়াজের রস ব্যবহার করুন; পেঁয়াজের রস তুলো ভিজিয়ে সেই তুলোটা আঁচিলের উপর লাগিয়ে রাখুন। অন্তত ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে জায়গাটা। এইভাবে দিনে বার তিনেক পেঁয়াজের রস আঁচিলের উপর লাগাতে শুরু করলে, ত্বকের ভিতরে বিশেষ কিছু অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করব। যে কারণে আঁচিল খসে পড়তে সময় লাগবে না।

মধু ব্যবহার করুন: পরিমাণমতো মধু নিয়ে আঁচিলের উপর লাগিয়ে একটা ব্যান্ড এড লাগিয়ে নিন। এক ঘণ্টা পরে ব্যান্ড এডটা খুলে জয়গাটা ভাল করে ধুয়ে নিন। এইভাবে দিনে বারতিনেক আঁচিলের উপর এভাবে মধু লাগালেই দেখবেন কেল্লা ফতে!