Home Second Lead চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৯৪ জনের করোনা পজেটিভ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৯৪ জনের করোনা পজেটিভ

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জেলায় সোমবার সকাল দশটা হতে মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৯৪ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯৬ জনে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৩০১ জনে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সোমবার (৫ এপ্রিল) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৪০ নমুনা পরীক্ষায় ৪৯৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৪৩৯ জন এবং উপজেলার ৫৫ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের প্রথম দিনে সোমবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে মঙ্গলবারও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।