বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে তোলা হলে ব্যবসায়ী মো. চান্দু ১ হাজার ২৬৫ টাকা কেজি দরে কিনে নেন।
জেলে জয়নাল সরদার বলেন, রবিবার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ভোর রাতে জাল পেতেছিলেন তিনি। আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। দৌলতদিয়া ঘাটের বাজারে দুলাল মন্ডল আড়তে নিয়ে গেলে মো. চান্দু কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারী অনেক মানুষকে তিনি মাছ দেন। এক ক্রেতা মাছটির খবর পেয়ে সকাল ১০টার দিকে আবু তাহের (প্রবাসী) তার বাড়ির জন্য মাছটি ফোনে যোগাযোগ করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে প্রায় ২২ হাজার টাকায় কিনে নেন। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দায়।
বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য সকাল সকাল আড়তে মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে।