Home শেয়ারবাজার ৬৬ কোম্পানির দর হ্রাস-বৃদ্ধির সীমা নির্ধারণ

৬৬ কোম্পানির দর হ্রাস-বৃদ্ধির সীমা নির্ধারণ

 

বিজনেসটুডে২৪ প্রিতিনিধি

ঢাকা: বিএসইসি সেই ৬৬ কোম্পানির শেয়ারের দাম বাড়া-কমার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। শনিবার (১০ এপ্রিল) বিএসইসি থেকে এই সংক্রাস্ত আদেশ জারি করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয়া ৬৬টি কোম্পানির শেয়ার এক দিনে সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ। আর দাম বাড়ার ক্ষেত্রে আগের মতোই ১০ শতাংশ সীমা বহাল রয়েছে।

গত বুধবার (৭ এপ্রিল) বিএসইসি ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয়। পরের দিন ৬৬ কোম্পানির শেয়ার দরে নেতিবাচক প্রভাব পড়ে। বিনিয়োগকারীরা ফ্লোর প্রাইস পুনর্বহালের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে ৬৬টি কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম বাড়া-কমার সীমা নির্ধারণ করে দিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।