Home চট্টগ্রাম নামাজ নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনঃবিবেচনার আহ্বান সুজনের

নামাজ নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনঃবিবেচনার আহ্বান সুজনের

ফাইল ছবি


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ থামাতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণে নেয়া সরকারের সিদ্ধান্ত পুনঃবিবেচনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের স্বার্থে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালুর আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার(১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, করোনা সংক্রমণ এড়াতে তারাবির নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নগরীতে বিভিন্ন আকারের মসজিদ আছে। অনেক মসজিদে মুসল্লি ধারণক্ষমতা বেশি, আবার অনেক মসজিদে কম। যেসব মসজিদে মুসল্লি ধারণক্ষমতা বেশি সেসব মসজিদে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের সুযোগ দেয়া হোক।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী শ্রমিকরা নির্দিষ্ট সময়ে কর্মস্থলে যেতে না পারলে চাকরি হারানোর শঙ্কায় আছেন। দেশের অর্থনীতির বিশাল অংকের রেমিট্যান্সের অন্যতম প্রধান যোগান দাতা হচ্ছে আমাদের প্রবাসীরা। তাই সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের স্বার্থে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালু রাখার আহবান জানাচ্ছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সুজন।

-সংবাদ বিজ্ঞপ্তি