Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের হাতে ভাইকে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের হাতে ভাইকে হত্যার অভিযোগ

আনোয়ার হুসেইন (বাঁয়ে), আকরাম হুসেইন (ডানে)।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো কাউন্টি এলাকায় এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে তারই নিজের ভাইকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে।

স্যাক্রামেন্টো কাউন্টি পুলিশ জানিয়েছে, তদন্তের পর আকরাম হুসেইন নামের ৩০ বছর বয়সী ওই তরুণকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তাকে কাউন্টি জেলে পাঠানোর পর ১ লাখ ডলারের বিনিময়ে জামিন নিয়ে বের হন।

স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, ৮ মার্চ আনোয়ার হুসেইন নামের এক ২৭ বছর বয়সী তরুণ মারা যান। তিনি ডাউন সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। সেদিন পুলিশ ঘটনাস্থলে এসে বাংলাদেশি পরিবারটির সবাইকে জিজ্ঞাসাবাদ করে।

কাউন্টি পুলিশ বুধবার বিবৃতিতে জানায়, আকরামের আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হয়। আনোয়ারের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ডাউন সিন্ড্রোম নামের এক প্রকার জেনেটিক সমস্যায় আক্রান্ত ছিলেন।

কীভাবে, কোথায় আনোয়ার মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

-এবিসি১০.কম