Home আইন-আদালত জর্জ ফ্লয়েড হত্যা মামলায় দোষী সাব্যস্ত পুলিশ

জর্জ ফ্লয়েড হত্যা মামলায় দোষী সাব্যস্ত পুলিশ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন পুলিশ আধিকারিক ডেরেক শভিন (Derek Chauvin)। ১২ সদস্যের জুরি মঙ্গলবার ডেরেককে দোষী সাব্যস্ত করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লয়েডকে হত্যায় পুলিশ কর্মকর্তা চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। এই তিনটে অভিযোগ হল – দ্বিতীয় ডিগ্রি হত্যা (Second Degree Murder), তৃতীয় ডিগ্রি হত্যা (Third Degree Murder) এবং নরহত্যা (Manslaughter)। এর ফলে ৪০ বছর কারাদণ্ডের সাজা পেতে পারেন চৌভিন।

২০২০ সালের ২৭ মে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপলিসের সড়কে গ্রেপ্তার করা হয় ফ্লয়েডেকে। তাঁর বিরুদ্ধে জাল নোট ব্যবহারের অভিযোগ এনেছিল পুলিশ। এর পর কোনো প্ররোচনা ছাড়াই ডেরেক শভিন ফ্লয়েডের ঘাড়ে হাঁটু গেড়ে বসে পড়েন।

এই ভিডিওটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সেখানে ফ্লয়েডকে বার বার বলতে শোনা যায়, “আমি নিঃশ্বাস নিতে পারছি না”। শভিনও কোনো নমনিয়তা দেখাননি। শেষে ওই খানেই দমবন্ধ হয়ে মারা যান ফ্লয়েড।

এই ঘটনার পর বিশ্ব জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রতিবাদে সরব হয় গোটা আমেরিকা। এমন কি সুদূর ইংল্যান্ডেও এর প্রতিবাদ আছড়ে পড়ে। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামে এই আন্দোলন খেলার মাঠেও চলে আসে।

নিরস্ত্র এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তাঁর পরিবার এই নিয়ে মামলা করে। তিন সপ্তাহ ধরে বিচারপ্রক্রিয়া চলার পর অবশেষে ওই পুলিশ আধিকারিককে দোষী সাব্যস্ত করল আদালত। এখন তাঁকে কি শাস্তি দেওয়া হয়, সেটাই দেখার।