Home আইন-আদালত ভার্চুয়াল আদালত: সপ্তাহে জামিন সাড়ে ১৩ হাজার

ভার্চুয়াল আদালত: সপ্তাহে জামিন সাড়ে ১৩ হাজার

প্রতীকি ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: লকডাউনের মধ্যে দেশের নিম্ন আদালতে বুধবার ২ হাজার ৮৩১টি আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৩৪৯ জনকে জামিন দেয়া হয়েছে। চলমান ভার্চুয়াল আদালতে ৭ দিনে জামিন পেয়েছেন ১৩৬০৭ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

গেল ২০ এপ্রিল মঙ্গলবার ১ হাজার ৫৭৬ জন আসামিকে জামিন দেন নিম্ন আদালত।

তিনি আরো জানান, গত ১২ই এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি আবেদনের শুনানি শুরু হয়েছে। যা অব্যাহতভাবে চলছে।

তিনি আরো জানান, ২১ এপ্রিল সারা দেশে ১৩৪৯ জনসহ সাত কার্যদিবসে মোট ১৩ হাজার ৬০৭ জন কারামুক্ত হয়েছেন।