Home আন্তর্জাতিক ভূমিকম্পে আসামে ঘরজুড়ে ফাটল, পথে ধ্বংসের চিহ্ন

ভূমিকম্পে আসামে ঘরজুড়ে ফাটল, পথে ধ্বংসের চিহ্ন

আসাম থেকে বাংলা- ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ অংশ। কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। এমনকী কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৪। অসমের গুয়াহাটির কাছে শোনিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে।

 বুধবার প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৭.৫১ মিনিটে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে৷ এরপর দু‘টি আফটার শক অনুভূত হয়৷ একটি ৭.৫৫ মিনিটে ও অন্যটি তার কয়েক মিনিট পরেই। রিখটার স্কেলে এগুলির মাত্রা ছিল ৪.৩ ও ৪.৪।

বুধবার প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৭.৫১ মিনিটে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে৷ এরপর দু‘টি আফটার শক অনুভূত হয়৷ একটি ৭.৫৫ মিনিটে ও অন্যটি তার কয়েক মিনিট পরেই। রিখটার স্কেলে এগুলির মাত্রা ছিল ৪.৩ ও ৪.৪।

 উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

 কেঁপে উঠেছে বাংলাদেশের মাটিও। কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প অনুভূত হয়েছে গুজরাতের কচ্ছ ও বিহারেও। তবে লাগাতার চলতে থাকে ভূমিকম্পের আফটার শক। ৮টা ৪৪ মিনিটে অসমের তেজপুরে আরও একবার অনুভূত হয় কম্পন। তীব্রতা ছিল ৩.৬।

কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প অনুভূত হয়েছে গুজরাতের কচ্ছ ও বিহারেও। তবে লাগাতার চলতে থাকে ভূমিকম্পের আফটার শক। ৮টা ৪৪ মিনিটে অসমের তেজপুরে আরও একবার অনুভূত হয় কম্পন। তীব্রতা ছিল ৩.৬।

 অসমের বেশ কয়েকটি এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গাতেই বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। কম্পন অনুভূত হওয়া মাত্রই বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে। বেশ কয়েকটি এলাকায় বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত।

আসামের বেশ কয়েকটি এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গাতেই বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। কম্পন অনুভূত হওয়া মাত্রই বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে। বেশ কয়েকটি এলাকায় বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত।

-নিউজ১৮