লাইলাক শহীদ
ব্রিসবেন ( অস্ট্রেলিয়া )থেকে
বাসা থেকে মাত্র দেড় ঘন্টার ড্রাইভ দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার অস্ট্রেলিয়ার সবচাইতে বড় মেডিয়েভল ক্যাসল (Medieval Castle) এটা জানতাম না । গত ২৬ বছরে এই ক্যাসেলের আশে পাশে ৮/১০ কিলোমিটারের মধ্যে অনেক বার গেছি কিন্তু এটার খোঁজ পাইনি ! অবশ্য না পাবারই কথা – অস্ট্রেলিয়ায় যা কিছু তা বৃটিশ বেনিয়াদের তৈরী । মধ্যযুগীয় শাসন ব্যবস্থা ইউরোপে বিরাজ করেছিল ৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দএবং এরও ২৭০ বছর পর ১৭৭০ খ্রিস্টাব্দে আবিস্কৃত হয় অস্ট্রেলিয়া । তাই অস্ট্রেলিয়াতে বৃটিশ দুর্গ দেখা যায় , কিন্তু মধ্যযুগীয় দুর্গ নেই কোথাও !
গত সপ্তাহে হঠাৎ করে এর খোঁজ পেলাম । তাই হঠাৎ করেই দেখতে যাওয়া । জানতে পেলাম এটা মাত্র ১৯৭২ সালে এক আইরিশ দম্পতি তৈরী করেছে পর্যটকদের জন্য । যেমনটি ঢাকার অদূরে নারায়নগন্জে তাজমহল বানান হয়েছে ! পার্থক্য – এই ক্যাসেল বা দুর্গ নির্মাণ বা কপি করা হয়েছে সঠিক ভাবে । এছাড়া রয়েছে মেডিয়াভেল মিউজিয়াম, ডল মিউজিয়াম আর টয় মিউজিয়াম । ডল মিউজিয়ামে রয়েছে বিভিন্ন দেশের হাজার হাজার পুতুল । এমন কোন দেশ নেই যার পুতুল নেই ! শুধু শাড়ি পরা বাংলাদেশের একটি পুতুল পেলাম না ।
দুর্গ দেখা শেষে ফেসবুকের কল্যাণে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে কুলাম বিচের ওয়ান পয়েন্টস্ রিসোর্টসে পাওয়া গেল স্বপরিবারে মাকসুদ রহমান এবং সুকান্ত সাহা পরিবারকেও। চললো জমজমাট, আর খাওয়া-দাওয়া।