Home শেয়ারবাজার ১৩ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

১৩ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেসটুডে২৪ ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩টি মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফান্ডগুলো হলো- আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান-স্কীম ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসালামিক মিউচ্যুয়াল ফান্ড এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৬ পয়সা, যা গত বছর একই সময়ে ৬ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৩১ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৮ পয়সা ছিল।

আইসিবি এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান-স্কীম ওয়ান : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৫ পয়সা, যা গত বছর একই সময়ে ৬ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৩০ পয়সা, যা গত বছরের একই সময়ে ২০ পয়সা ছিল।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৭ পয়সা, যা গত বছর একই সময়ে ৮ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৯ পয়সা ছিল।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৯ পয়সা, যা গত বছর একই সময়ে ৫ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৬ পয়সা ছিল।

আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮ পয়সা, যা গত বছর একই সময়ে ৫ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৪ পয়সা ছিল।

আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪ পয়সা, যা গত বছর একই সময়ে ২ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ১১ পয়সা, যা গত বছরের একই সময়ে ২২ পয়সা ছিল।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪ পয়সা, যা গত বছর একই সময়ে ১১ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল।

আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪ পয়সা, যা গত বছর একই সময়ে ৭ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৩০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩১ পয়সা ছিল।

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮৩ পয়সা, যা গত বছর একই সময়ে ৬ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫১ পয়সা ছিল।

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৭ পয়সা, যা গত বছর একই সময়ে ৪ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২ টাকা ৯৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫২ পয়সা ছিল।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১২ পয়সা, যা গত বছর একই সময়ে লোকসান ৪ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে এক টাকা ২০ পয়সা, যা গত বছরের একই সময়ে লোকসান ৭৮ পয়সা ছিল।

সিএপিএম আইবিবিএল ইসালামিক মিউচ্যুয়াল ফান্ড : তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৭ পয়সা, যা গত বছর একই সময়ে লোকসান ৪ পয়সা ছিল।

অন্যদিকে, ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে এক টাকা ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে লোকসান ৫৩ পয়সা ছিল।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৮ পয়সা, যা গত বছর একই সময়ে ১৩ পয়সা ছিল।