Home Second Lead রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন আবদুল ওয়াহ্হাব

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন আবদুল ওয়াহ্হাব

এ টি এম আবদুল ওয়াহ্হাব

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম ৩ বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (প্রেসিডেন্টের ১৯৭৩ সনের ২ নং আদেশ-এর ১০ (১) আর্টিকেল এ বর্ণিত ক্ষমতাবলে তাকে ৩ বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগ দেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল সোসাইটির তৎকালীন চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭৩ সালের প্রেসিডেন্টের আদেশ নং-২৬-এর ৯ (সি) (১) এর প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান ম্যানেজিং বোর্ড ভেঙ্গে ৩ মাসের জন্য ভাইস চেয়ারম্যান, ট্রেজারার ও ১২ জন সদস্যসহ মোট ১৪ সদস্য বিশিষ্ট এডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে। সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান নুর-উর-রহমান, ট্রেজারার এম এ ছালাম, সদস্য সালাহ্ উদ্দিন আহমদ বেগম আরমা দত্ত, প্রফেসর খান মো. আবুল কালাম আজাদ, ডা. রোকেয়া সুলতানা, মফিজুর রহমান বাবুল, মনজুরুল ইসলাম, রাজিয়া সুলতানা লুনা, ডা. মো. মোশারফ হোসেন, চৌধুরী সরোয়ার জাহান, মো. সেকান্দার আলী, প্রফেসার ডা. কনক কান্তি বড়ুয়া ও মো. আব্দুল জলিল।