আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা দেন। শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শনিবার সকাল থেকে নানা রঙের ব্যানার–ফেস্টুন হাতে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘জয় বাংলা–জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভ দিন–ছাত্রলীগের জন্মদিন’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা উদ্যান এলাকা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ। সকাল সাড়ে ৮টায় কার্জন হলে কেক কাটেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিজনেসটুডে২৪ ডেস্ক