বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: বিশাল জয়ের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব দিয়েছেন দু’টি স্লোগানকে। এগুলি হল ‘খেলা হবে’ আর ‘জয় বাংলা’৷
রবিবার কালীঘাটে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ইলেকশনে দুটো স্লোগান খুব কাজে লেগেছে আমার৷ ছোট ছোট ভাই বোনেরাও দিয়েছেন৷ ‘খেলা হবে’ আর ‘জয় বাংলা’৷ সত্যিই খেলা হয়েছে এবং আমরা জিতেছি৷ এর জন্য আমরা তাঁদের অভিনন্দন জানাচ্ছি৷ ‘
গোটা নির্বাচনেই তৃণমূলের অন্যতম মূল স্লোগান ছিল ‘খেলা হবে’৷ কর্মী, সমর্থকদের মধ্য়ে বিপুল জনপ্রিয়তা পায় এই স্লোগান৷ প্রায় প্রতিটি জনসভা থেকেই মুখ্যমন্ত্রী জনতার উদ্দেশে বার বার প্রশ্ন করতেন, ‘কী বন্ধু খেলা হবে তো?’ ‘খেলা হবে’ নিয়ে রীতিমতো গানও বেঁধে ফেলেছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য৷ ‘খেলা হবে’ স্লোগান এতটা জনপ্রিয় হওয়ার কৃতিত্বও দেবাংশুকেই দেওয়া হবে৷ এই স্লোগান দিয়েই অবশ্য শাসক দলকে পাল্টা কটাক্ষ করতেন বিজেপি নেতারাও৷ আর মুখ্যমন্ত্রীর মুখে বহুদিন ধরেই জয় বাংলা স্লোগান শোনা যায়৷ ভোট প্রচারে প্রতিটি সবার শেষে ‘জয় বাংলা’ বলেই বক্তব্য শেষ করতেন তিনি৷