বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা : শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩ ম) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে খালেদা জিয়াকে আজ দুপুর ২টায় সিসিইউতে নেওয়া হয়।
১০ এপ্রিল করোনা পরীক্ষার পর ৭৫ বছর বয়সী খালেদা জিয়ার সংক্রমণ ধরা পড়ে। শুরুতে তিনি গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।
১৪ এপ্রিল সিটি স্ক্যানের জন্য খালেদাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তখন তার ফুসফুসে কিছু সংক্রমণ পাওয়ার কথা জানান। ২৪ এপ্রিল দ্বিতীয়বার পরীক্ষায় খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে।
পরে ২৭ এপ্রিল রাত ৯টা ৩৫ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।